নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৫তম ও শামীম রেজার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বৈকালী সংঘের আয়োজনে এ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড় বৈকালী সংঘ চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর নগরীর সিএন্ডবি মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় দিয়ে ঘোষ পাড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মনিচত্বরে এসে শেষ করেন। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা করা হয়। এতে বৈকালী সংঘ পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়াড়বৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবি উদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাজশাহীর গর্ব। তাঁরা উভয়ে এই মাটির সন্তান। তাঁরা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জল করেছিলেন। তাদের অনুকরণীয় হয়ে আজ অনেক হকি খেলোয়াড় তৈরি হচ্ছে। এই অকাল প্রয়াত দুই তারকাকে জাতি ও রাজশাহীবাসী কোনদিন ভূলবে না।
এ সময় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক বুলবুল ইসলাম আজাদ, আজিজুল ইসলাম, রায়হান উদ্দিন হালিম, নয়ন, সুমন, শিশু, রবি , মেরাজ ও তাফেরসহ বৈকালী সংঘের ক্রিকেট ও হকি খেলোয়াড়বৃন্দ। এদিকে উভয় খেলোয়াড়সহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর কাজিহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।