বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে।
মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গোয়েন্দা পুলিশের একটি টিম রাজপাড়া থানার প্যারামেডিকেল বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো- আ. কাদের (৬৫), শাজাহান (৫৬), দুলু শেখ (৬০), নজরুল ইসলাম (৬০), তোফাজ্জল ইসলাম (৫৪)।
মহানগর গোয়েন্দা পুলিশের অপর অভিযানে চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাত ২ টায় অভিযান চালিয়ে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামের ভুট্টুর লিচু বাগান হতে জুয়া খেলা অবস্থায় ওই ৫ জুয়াড়িকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো- আলিমুল বাশার (৩৬), ইসরাফিল ইউসুফ (৩৫), মমিন (২৯), মুত্তাকিন (২৪) ও রনি ইসলাম(২৮)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।