বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি নূরনবী (৩৮)। সে নগরীর রাজপাড়া থানার ফুড অফিসের পিছনের মো. আবুল কালামের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ নভেম্বর) ভোর ৪:৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজপাড়া থানার ফুড অফিসের সামনে অভিযান পরিচালনা করে আসামি নূরনবীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।