বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেপ্তারকৃত আসামি মো. মেহেদী হাসান সুমন (৪০) ও মো. নয়ন (৪২)। সুমন নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে এবং নয়ন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন)(১২ জুন দিবাগত রাত) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাত পৌনে ৩ টায় সাধুর মোড় আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।