নগরীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারীবাগানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মেহেদী হাসান(৩০) অভি (২৪)। মেহেদী হাসান জেলার বাঘা থানার খাগোড় বাড়িয়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তার বর্তমান ঠিকানা নগরীর টিকাপাড়া বাসার রোড। অপর আসামি অভি একই থানার শেখেরচক বিহারী বাগানের জিয়ার ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯ :৪৫ টায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামীদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।