বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি অনিক ইসলাম (২৩) নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড়ের মৃত কুরবান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টায় নগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীরলক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনিক ইসলামকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।