বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ৫০ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটিতে র্যালি ও গণসমাবেশও করা হয়। রোববার (৪ জুন) নগরীর অলোকার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার। লোকাার মোড়ে এসে শেষ হয়।
পরিবর্তন রাজশাহী, বাংলাদেশ বৈদেশিক কর্ম বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) উপকুলীয় জীবন যাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলেপমেন্ট (এপিএমডিডি) এই চার সংগঠন এই দিবস এক সাথে পালন করেন। র্যালি ও সমাবেশে বক্তব্য দেন নাগরিক নেতা রুলফাও পরিচালক আফজাল হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাডভেকেট দিল সেতারা চুনি, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক অঞ্জনা রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন মর্জিনা পারভীন, অগ্নি প্রকল্পের সমন্বয়কারী হাসিবুল হাসান, হানিফ খন্দকার প্রমুখ।