বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, সাইদুর রহমান (৪২), ইব্রাহিম হোসেন (৪১), মাসুদ (৪২), মো. মোস্তাকিন (৪০), রবিউল ইসলাম (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে