নগরীতে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেফতার ২

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


নগরীর কাশিয়াডাঙ্গা থানা মোড়ে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো- ইউসুফ আলী (৪৫) এবং রিমন আলী (২২)। ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ধোবড়া গ্রামের একরামুল হকের ছেলে এবং রিমন আলী একই এলাকার জামিরুল ইসলামের ছেলে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ডিবি পুলিশের একটি টিম রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ