নগরীতে ৭৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১১:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে ৭৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর খড়খড়ি বাইপাস সড়কে অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, কুমিল্লা সদর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আরমান আলী (৩১)।

আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গাঁজাগুলো কোথায় থেকে আসছিল ও আর কোথায় যাচ্ছিল। বিষয়টি জানা যায়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। মঙ্গলবার আদালকে তাকে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রাজশাহীকে গাঁজা চালানের রুট হিসাবে ব্যবহার করে আসছে মাদক ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় সোমবার আরেকটি গাঁজার বড় চালান জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version