মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামিরা হলো- সাইনুল (৪০), আব্দুর রশিদ (২৫), রিপন আলী (৩৯), সহিদুল ইসলাম (৩০), লিটন (২৮), সিনারুল ইসলাম (২৪), মিনারুল ইসলাম (৩০) ও পারভেজ আলী (২৮)। তার সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।