রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শনিবার (৩০ মার্চ) রাত ৩০ মিনিটে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ নতুনপাড়ায় অভিযান চালিয়ে ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এ সময় আসামীদের কাছ থেকে মোবাইল ফোন ২টি, সিমকার্ড ২টি ও নগদ ২,২৫০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীরা হলো- নগরীর গোলজারবাগা গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন মান্না (২৭), পূর্ব মোল্লাপাড়া আলিগঞ্জের আজাহার আলীর ছেলে রাসেল (২৭)। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়, তাদের নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে এবং তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখে উল্লিখিত ঘটনাস্থলে অবস্থান করছিল।
রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।