সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবক (২০) ও এক যুবতিকে (১৮) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল রয়্যাল স্টার নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, আটক যুবক-যুবতি গতকাল বিকেলেই ওই হোটেলে ওঠেন। জেলার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে তাদের বাড়ি। হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, আটকরা দাবি করছেন, তারা স্বামী-স্ত্রী। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত নয়। তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা স্বামী-স্ত্রী না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।