নগরীর উপকণ্ঠে ব্রিজের রেলিং ভেঙে মালবাহী ট্রাক খালে

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরী উপকণ্ঠ পবার উপজেলার বায়া এলাকায় একটি ব্রিজের রেলিং ভেঙে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বায়ার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার চক্রবর্তঅ বলেন, ফল বোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নগরীর শাহমখদুম থানার বায়া এলাকায় লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় চালক ও তার সহযোগী প্রাণে রক্ষা পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ