নিজস্ব প্রতিবেদক :
নগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মামা হত্যাকাণ্ডের প্রধান তিন আসামীকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। হত্যা মামলার ধৃত তিন আসামী হলো- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর ব্যাংক কলোনির মৃত আনিচুর রহমানের পুত্র মো. হিরা (৪০) ও মো. আশরাফ আলী (৪৫), এবং মৃত আনিচুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫০)। সোমবার (১৪ এপ্রিল) অনুমান বেলা আড়াইটায় মাদারীপুর জেলার সদর থানার মস্তফাপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়- র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল আসামীদের গেস্খফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, নিহত ভিকটিম সুরুজ (৪৫) এর সাথে এজাহারনামীয় আসামীদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। ১১ এপ্রিল নিহত ভিকটিম সঙ্গে থাকা অপর ৪ জন সহযোগী সহ লক্ষীপুর মোড় থেকে নতুন বিলশিমলায় যাওয়ার পথে অনুমান সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থল বহরমপুরস্থ সিটিবাইপাস ঘোড়াচত্বরে পৌঁছালে আসামীরা দলবদ্ধভাবে ভিকটিম সুরুজ আলী সহ তার সাথে থাকা অন্যদেরকে পথরোধ করে জমিজমা বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বাক বিতণ্ডা করে। এর এক পর্যায়ে এজাহারনামীয় ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী ইট দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
ভিকটিম মাটিতে পড়ে গেলে বিবাদীগণ বুক-পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন উপস্থিত হলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর থেকেই আসামীরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় রাজপাড়া থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।