বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দু’টি ওয়ার্ড ও পুলিশ হাসপাতালে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে আগামি সোমবার (১৬ মে) থেকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে এই টিকা প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বর্তমানে রাসিকের ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্রে করোনার বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে। আগামি ১৬ মে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্রেও বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন ১ হাজার থেকে ১১০০ জন এই বুস্টার ডোজের টিকা নিচ্ছেন বলে জানান তিনি।