নগরীর নিউমার্কেট সবজি বাজারে আগুন

আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর মহানগরীর নিউমার্কেট সংলগ্ন সবজি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে সেখানে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে অন্তত ৮ টি মুদি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাবে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে সবজি বাজারের কয়েকটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version