নগরীর পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী প্রচার প্রচারণার উত্তাল ঢেউ

আপডেট: জুন ১০, ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়ন করা হবে এসব প্রতিশ্রুতি সামনে রেখে প্রার্থীদের গণসংযোগে সরগরম হয়ে উঠেছে রাজশাহী।

শুক্রবার (৯ জুন) ছুটির দিনেও তাই পাড়া-মহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ।
শেষ জৈষ্ঠ্যের তীব্র রোদ ও গরম উপেক্ষা করেই মিছিল, মিটিং, মাইকিং আর বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলির কাজ চলছে। দুপুরে জুম্মার নামাজের পর শহরের অনেক এলাকায় একপশলা বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টিতে ঠিকমতো মাটিই ভেজেনি।

শুক্রবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে সকালে দুইজন গণসংযোগ করেছেন। বেলা ১১টায় রাজশাহী নগরীর শালবাগান এলাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মুর্শিদ আলম ফারুকী গণসংযোগ করেন। বেলা ১২টায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন তার নিজ এলাকা ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনিতে গণসংযোগ করেছেন। তারপর নগরীর লক্ষ্মীপুর এলাকায় প্রচার মিছিল করেন জাকের পার্টির গোলাপ ফুলের প্রার্থী এ কে এম আনোয়ার হোসেন।

এছাড়া বেলা ১১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খারুজ্জামান লিটন গণসংযোগ করার কথা থাকলেও করেননি। তবে শুক্রবার দুপুরে নগরীর টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বিকেল ৫টায় নগরীর ২০নং ওয়ার্ডে বেলদারপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন তিনি।

রাজশাহীর ৩০টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিকেল হতেই প্রচার প্রচারণা জমজমাট হয়ে ওঠে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ৯নং ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের প্রচার মিছিল। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ৯নং ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক সিআইপি শামসুজ্জামান আওয়াল, রাসিকের ৯নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী রাসেল জামান, নগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, ডা: মাহাফুজুর রহমান রানা. বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান রুবেল, বিশিষ্ট সমাজসেবক খন্দকার হাসান কবির, সমাজসেবক ফরাদ হোসেন প্রচার মিছিলে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান মোস্তফা ।

এদিকে আগামী ২১ জুন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-কে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার রাজশাহী মহানগরী বিভিন্ন ওয়ার্ডের সকল মহল্লায় প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনসাধারণদের অবগত করেন।

জেলা বক্সিং সমিতি : এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বদলে যাওয়া রাজশাহীর উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট প্রদানের জন্য অনুরোধ জানান।

শুক্রবার (৯ জুন) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম জিমনেসিয়াম হতে রেলগেট হয়ে স্টেশন মোড় হয়ে শহীদ কামারুজ্জামান চত্বরে এসে শেষ হয়। প্রচার মিছিলে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন কোষাধ্যক্ষ আশরাফুর রহমান কাজল, জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমন, সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ, জাতীয় বক্সিং রেফারী জাজ আলতাফ হোসেন, বক্সিং রেফারি জাজ রকিবুল হক তুহিন, বক্সিং রেফারি জাজ খায়রুল ইসলাম, কৃতি বক্সার জনি, আরিফ, লালন, শাকিল, টিপু সুলতানসহ সকল বক্সারগণ অংশগ্রহণ নেন।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ: ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে কয়েরদাঁড়া, বিলপাড়া ও খ্রিস্টানপাড়া মহল্লায় বিজয় প্রতিবন্ধী ও নারী প্রতিবন্ধী অধিকার বিকাশ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু সহ নেতৃবৃন্দ।

০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের রায়পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য খায়রুল বাশার শাহিন, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন, মহল্লা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান মিনু সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রানীদীঘি, হড়গ্রাম স্টেশন, নগরপাড়া, এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, হড়গ্রাম মহল্লা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, মোল্লপাড়া মহল্লা কমিটির বাদল ও বেল্লাল হোসেন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অত্র ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস.এস আরিফ রতন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুর, ভেড়ীপাড়া, শাহী জামে মসজিদের পাশর্^বর্তী এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন, সকল মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহিষবাথান পূর্ব ও উত্তরপাড়া মহল্লায় গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু, ৪ নং মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব আবু তোহাব খা, মামুনুর রহমান টিটু, ইসহাক, ভাটাপাড়া মহল্লার ওয়ালিক, নুরুদ্দীন নুরুল হোদা, আতাউর রহমান, ফজলে রাব্বী, কাইসার বিন তানজু, রোজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে লক্ষিপুর ভাটাপাড়া, বাগানপাড়া, প্যারামেডিকেল এলাকায় গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু, ৪ নং মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, তোহাব খা, মামুনুর রহমান টিটু, ইসহাক, ভাটাপাড়া মহল্লার ওয়ালিক, নুরুদ্দীন নুরুল হোদা, আতাউর রহমান, ফজলে রাব্বী, কাইসার বিন তানজু, রোজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

০৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি: বিকাল ৫টায় অত্র ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অত্র ওয়ার্ডের চন্ডিপুর, ভাটপাড়া, শ্রীরামপুর এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ০৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল রানা ডলার, সদস্য সচিব প্রভাত রায়, শ্রীরামপুর মহল্লা কমিটির আহ্বায়ক দুলাল শেখ, চন্ডিপুর মহল্লা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন, ভাটাপাড়া মহল্লা কমিটির আহ্বায়ক আশরাফ আলী বাবু সহ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ।

০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, ০৮ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন এরশাদ, ০৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি মনিরা রহমান, সিপাইপাড়া মহল্লা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান রসুল সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডে প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিল শেষে ওয়ার্ডের জোতমহেশ, পাঠানপাড়া সহ পাশর্^বর্তী মহল্লায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অরেঞ্জ আহমেদ, সদস্য সচিব সাখাওয়াত হোসেন, সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিপুল, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিমুল রাজী মিঠু সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের সবজীপাড়া থেকে প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি সদর হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজাহার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের সকল মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারি মানিক সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগ গৌরহাঙ্গা মসজিদপাড়া, ষষ্ঠিতলা, গৌরহাঙ্গা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, মহল্লা কমিটির সভাপতি আওয়াল সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগ কদমতলা, আমবাগান, মৎস ভবন এলাকায় গণসযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তরিকুল আলম পিটার, সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, মহল্লা কমিটির সভাপতি আওয়াল সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মহল্লায় নৌকা প্রতীক এর লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের আহমেদনগর, ফিরোজাবাদ এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, সদস্য বাদশা শেখ, ইউনুস আলী, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানবক্স সহ নেতৃবৃন্দ।

১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের সকল মহল্লায় গণসংযোগ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ইউনুস আলী, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান, ওয়ার্ড মহিলা লীগের সভাপতি শিরিন, সাধারণ সম্পাদক নুরজাহান সহ নেতৃবৃন্দ।

১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ: ১৯ (উত্তর) নং ওয়ার্ড পূর্ব পাড়া মহল্লা কমিটির উদ্যোগে বিকাল ৪.৩০টায় অত্র মহল্লার ছোট বনগ্রাম হাউজিং কোয়াটার এলাকা দিয়ে ক্লাব মোড় হয়ে ছোট বনগ্রাম বাইপাস সড়ক পর্যন্ত গণসংযোগ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব পাড়া মহল্লা কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ নেতৃবৃন্দ।

১৯ নং ওয়ার্ড : রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা ও রেলওয়ে কলোনী মহল্লা কমিটির যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে কলোনী মহল্লার কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, সহ-সভাপতি মান্নান বাবু, অতি: সাধারণ সম্পাদক, জয়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল, হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার কার্যকরি সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি আয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল, শ্রমিক নেতা আকরাম হোসেন, রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখা: বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্ত এর নেতৃত্বে বিকাল ৫.৩০টায় ২২ নং ওয়ার্ডে সাগরপাড়া বটতলার মোড় থেকে প্রচার মিছির বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অলোকার মোড়ে গিয়ে শেষ হয়। প্রচার মিছিলের শুরু ২২ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি আব্দুর রাকিব, পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার রিগেন, রাফি, ইউসুফ, শাহরুখ, রাজু, ইমন, বেলাল, তরিকুল, সাকিব, আকাশ, সাব্বির, মিলিনিয়াম, সৌরভ, সাফি প্রমুখ।

২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বোসপাড়া, আহাম্মদপুর, কালু মিস্ত্রির মোড়, টিকাপাড়া, কালু মিস্ত্রির মোড়ে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এম আমিনুল ইসলাম মুক্তা সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ: সন্ধ্য ৭.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের তালাইমারী দক্ষিণ, রানীনগর উত্তর ও দক্ষিণ, গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালাইমারী দক্ষিণ মহল্লা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, তালাইমারী উত্তর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, রানীনগর উত্তর মহল্লা কমিটির সভাপতি আনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শুভ, রানীনগর দক্ষিণ মহল্লা কমিটির সভাপতি সারোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের ০৫টি মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু সহ আয়েস উদ্দিন, আব্দুল গফুর, হায়দার, মকবুল হোসেন, সিরাজুল ইসলাম, কমল সরকার প্রমুখ।

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম এর নেতৃত্বে ওয়ার্ডের রানীনগর, দেবিশিংপাড়া, বৌ বাজার, উপর ভদ্রা, বালিয়াপুকুর, শিরোইল মঠপুকুর, টিাকপাড়া, মিরের চক এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বাপ্পি, মোজাম্মেল, খাজদার, কোহিনুর, মীর মাখন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের ০৬ নং মহল্লা গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৮ (পূর্ব) নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক ডা. মতিউর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের ০৭টি মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ কুমার ঘোষ সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খোঁজাপুর দক্ষিণ মহল্লার সংলগ্ন এলাকায় ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম এর নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সিদ্দিক হোসেন, মুক্তার হোসেন, ডা. বজলুর হোসেন সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫ টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের মাসকাটাদিঘী, লাইন বুধপাড়া,মধ্য বুধপাড়া এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন সহ ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ: বিকাল ৫ টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

রাজশাহী সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রাসিক নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন করাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা কোথাও আচরণবিধি লঙ্ঘন দেখলে ব্যবস্থা নিচ্ছেন।
তিনি বলেন, ২ জুন প্রতীক বরাদ্দের দিন থেকেই তাদের দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের প্রচার-প্রচারণা ১৯ জুন মধ্যরাত পর্যন্ত চলবে।

রাসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী এক লাখ ৮০ হাজার ৯৭২। আর এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন ৩০ হাজার ১৫৭ ভোটার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৫২টি ভোট কেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ