বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় অনুদানে ২১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রতœতত্ত্ব অবকাঠামোর উন্নতি সাধন ও সংরক্ষণের মাধ্যমে রাজশাহী নগরীর টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক আগামী ২৯ জানুয়ারি স্বাক্ষরিত হবে। স্বাক্ষরকালে ভারতীয় হাইকমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত থাকবেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে গতকাল রোববার সকালে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সঙ্গে তার দফতরে সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাসিকের চার নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস বানু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু উপস্থিত ছিলেন।