নগরীর ফিল্ম আ্যন্ড কালচারাল আর্কাইভসে বই উপহার দিলো রাজশাহী এসোসিয়েশন

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভসে ৫১টি বই উপহার দিয়েছে রাজশাহী এসোসিয়েশন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভে উপস্থিত থেকে এসোসিয়েশনের নিজস্ব বইসহ বিভিন্ন লেখকের বই উপহার দেন রাজশাহী এসোসিয়েশনের সদস্যবৃন্দ। এসময় ফিল্ড এন্ড কালচারাল আর্কাইভের পক্ষে বই গ্রহণ করেন চলচ্চিত্রকার আহসান কবীর লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সাইদুল ইসলাম, রাজশাহী এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. আসলাম সরকার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত। আরো উপস্থিত ছিলেন, ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভসের কিউরেটর মো. শামীউল আলীম শাওনসহ আর্কাইভসের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক ব্যক্তিগত উদ্যোগে বই কেনার জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. সাইদুল ইসলাম তাঁর রচিত ফিরে দেখা রাজনীতির দর্শন ও মুক্তিযুদ্ধ এবং আকবারুল হাসান মিল্লাত তাঁর প্রকাশিত শহিদ এএইচএম কামরুজ্জামান স্মারক গ্রন্থের ১ম ও ২য় খন্ড উপহার দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ