শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর ঐতিহাসিক গণকবর বাবলাবনে শহিদ মিনার স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা। রাজশাহী প্রেসক্লাব আয়োজিত বাবলাবন গণহত্যাদিবসের আলোচনা সভা থেকে বক্তারা এ দাবি জানান। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সব স্মৃতিই বিলীন হয়ে যাবে। ফলে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে না। ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতহাস জানাতে হলে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল। রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি আবু সালে মো. ফাত্তাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, সেক্টরস কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বরজাহান আলী শাহজাহান, প্রেসক্লাবের আজীবন সদস্য আহমেদ সফিউদ্দিন, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, নিউ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্মসম্পাদক আসলাম-উদ-দৌলা, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্মসম্পাদক রাশেদ রিপন, মুক্তিযুদ্ধে স্মৃতিসংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহিদ পরিবারের সদস্য আসাদউদ্দৌলা গুলজার, অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন-এলেন, আওয়ামী লীগ নেতা পঙ্কজ দে ও যুবনেতা সালাউদ্দিন মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র ঘোষ, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেন, সাংবাদিক এসএম আতিক, মহিবুল আরেফিন, জামাল উদ্দিন, মুস্তাফিজ মিশু, যুবনেতা আসাদুল হক দুখু, ফটোসাংবাদিক সঞ্জু আহমেদ, ফুটপাত ব্যবসায়ীর সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী আইয়ুব আলী তালুকদার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক জামিল হোসেন জনি প্রমুখ।