নগরীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত ছয় মাস

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত রোববার সুপ্রিম কোর্টের বিচারক মঈনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বিচার বিভাগীয় বেঞ্চ ছয় মাসের জন্য এ যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করেন।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের প্রতি অভিযোগ এনে আদালতে রিট করেন নগরীর শেখের চক এলাকার জহির উদ্দিন জসি।
নগর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান বলেন, শুনছি ছয় মাসের জন্য যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এরকম চিঠি এখনো পাই নি। প্রশাসনের কাছেও আসেনি। আশা করছি কাল (মঙ্গলবার) পাব।
উল্লেখ্য, আগামি ১১ ফেব্রুয়ারি নগরীর রাজপাড়া থানা, ১২ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানা, ১৩ ফেব্রুয়ারি মতিহার থানা ও ১৪ ফেব্রুয়ারি শাহ মখদুম থানায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ