রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু ও উন্নয়ন পাটনারশিপ বিষয়ে জিআইজেড, বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছেন। জার্মান এ্যাম্বেসির হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্লোরিয়ান হলেন এর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার (১৩ মার্চ) সকালে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় প্রতিনিধি দলটি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সবুজ পরিচ্ছন্ন পরিবেশের ভূয়শী প্রশংসা করেন। তারা জানান, শহরটি দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশগত দিক দিয়ে এগিয়ে রয়েছে।
মতবিনিময়কালে রাজশাহীর জলবায়ু পরিবর্তনগত কারণে উদ্ভূত সমস্যাগুলি কিভাবে মোকাবিলা করা যেতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রতিনিধি দলকে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক নির্দেশনায় এ নগরীকে পরিকল্পিত, টেকসই ও পরিবেশবান্ধব নগরী রূপে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে উল্লেখ করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে জিআইজেড বাংলাদেশের ক্লাস্টার কো-অর্ডিনেটর ড. ডানা ডি লা ফনটেইনি, প্রিন্সিপ্যাল এডভাইজার লাইকা প্রজেক্ট এমিলিয়া হাস, পোটফোলিও ম্যানেজার জোয়ানা হেলমস, এ্যাডভাইজার আকতারুজ্জামান রানা, সিটি কো-অর্ডিনেটর মেহেদি হাসান,
মতবিনিময় সভায় সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সহকারী টাউন প্ল্যানার সাকিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি রাজশাহী বিসিকের রিসাইকেল প্লাস্টিক ফ্যাক্টরি, সপুরা বিসিক মঠপুকুর ও পারিজাত লেক, বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শনে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন করেন।