নগরীর স্কুলে স্কুলে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছে কৃমির ওষুধ

আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি স্কুল, কিন্ডার গার্ডের ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ। দ্বিতীয় পর্যায়ে রোববার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শনিবার (১৪ অক্টোবর) পর্যন্ত।

রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নগরীর মোট ৫১৭ টি স্কুলের ১ লাখ ১১৫ হাজার ৫৬৫ জন শিক্ষার্থীকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৫-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের এই কৃমিনাশক খাওয়ানো হচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) নগরীর মেহেরচণ্ডী এলাকার ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। চিকিৎসকদের অ্যাপ্রোন পরে ওষুধ খাওয়াচ্ছেন শিক্ষার্থীরাই। তাদের সহযোগিতা করছেন সিটি করপোরেশন থেকে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা। শিক্ষার্থীরা আগ্রহের সাথে এসে একটি করে কৃমিনাশক ওষুধ খেয়ে যাচ্ছে।

সেখানে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী আফরোজা খাতুন সন্ধ্যা বলেন, প্রতিদিন বিভিন্ন স্কুলে খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ। এতে দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন শ্রেণির অধিনায়কদের। তাদের সহযোগিতা করা হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, কৃমির কারণে শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়। কৃমি অন্ত্রে রক্তপাত ঘটিয়ে একদিকে শিশুকে রক্তশূন্য করে, আবার অন্ত্রে পুষ্টি উপাদানের পরিপাক ও শোষণে বাধার সৃষ্টি করে ডায়রিয়া ঘটায়। এভাবে দীর্ঘমেয়াদি সংক্রমণের ফলে শিশুর খাদ্যে অরুচি হয় এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শে রাজশাহী মহানগরীর ৫১৭টি স্কুলে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। সেইসঙ্গে কৃমির পূর্ণসংক্রমণ রোধ করার জন্য শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার সম্পর্কে সচেতন করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version