শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর ২২টি গুরুত্বূপর্ণ মোড়ে বসানো হচ্ছে ২২টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি টিভি)। পুরো নগরীকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে এ ক্যামেরা বসানো হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চাহিদা মোতাবেক এ ক্যামেরা বসাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, কয়েকদিন আগে থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আরএমপির চাহিদা অনুযায়ী ২২টি গুরুত্বপূর্ণ মোড়ে এ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এতে মোড়ের গুরুত্ব অনুযায়ী একটি মোড়ে দুই তিনটি করে ক্যামেরা বসানো হবে।