নগরীর ২৭নং ওয়ার্ড আ’লীগ নেতা পর্বত আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পর্বত আলী পচু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পর্বত আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ বিভাগের অন্যান্য সংবাদ