নগরের বাজারে বেড়েছে সবজির দাম

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


শীতের সবজি বাজারে আসলে কমেনি সবজির দাম। বাজারে সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, লাউ পাওয়া যাচ্ছে। এসব সবজিও দাম তুলনামূলক বেশি। তবে বাজারে পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবারহ কম। তাই বেড়েছে দাম। তবে সবজি ক্রেতাদের দাবি, বাজারে সিন্ডিকেট করে দাম নির্ধারণ করা। সিন্ডিকেট না ভাঙতে পারলে পণ্যের দাম কমবে না।

শুক্রবার (২২ নভেম্বর) নগরীর বিভিন্ন বাজারে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। আলুর কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

ব্যবসায়ী জমসেদ আলী বলেন, বাজারে মানভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, সিম ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ধুন্দুল ৫৫ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। টমেটো ১৪০ টাকা, ফুলকপি প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা, বাধাকপি আকার ভেদে প্রতিটি বিক্রি হয়েছে ২০ থেকে ৪০ টাকা দরে।

ক্রেতা শাকিলা বলেন, শীতের সময় বাজারে সবজি বেশি উঠে। কিন্তু শীতের সময়ে সবজির দাম বেশি। অন্য সময় আমদানি কমের অজুহাত থাকে। কিন্তু এখনও আমদানি কমের অজুহাত ক্রেতাদের শুনতে হচ্ছে।
এদিকে, বাজারে প্রতিকেজি রুই মাছ বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, চাষের শিং মাছ ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২২০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৭০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজারে কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৮ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬২ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, এবং গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা কেজি দরে। খাসির মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।#

 

এ বিভাগের অন্যান্য সংবাদ