নগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির বর্ষপূতিতে সভা

আপডেট: অক্টোবর ২৫, ২০১৬, ১১:২০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি
নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দুই বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কুমাড়পাড়াস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী। সভা পরিচালনা করেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদস্য অ্যাড. মোজাফফর হোসেন, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন ও রেজাউল ইসলাম বাবুল, দফতর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, শিক্ষা সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, সাংস্কৃতিক সম্পাদক কামারুল্লাহ সরকার কামা, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সদস্য এনামুল হক কলিন্স, শাহাবুদ্দিন, ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, মতিহার থানা সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মাহ্্ফুজুল আলম লোটন, নিঘাত পারভীন, বোয়ালিয়া (পশ্চিম) থানা সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ্মুখদম থানা সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, ২১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, ১৮ নম্বর ওয়ার্ড (উত্তর) সভাপতি আব্দুস সালাম, নগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ইফফাত আরা কামাল, নগর কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, নগর যুবলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, নগর জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ।
সভায় ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টায় শোক র‌্যালী সহকারে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর মাজারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সকাল ১১ টায় মিয়াপাড়াস্থ পাবলিক লাইব্রেরীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর দেড়টায় মিনিটে মানবভোজ বিতরন, বিকাল ৫ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমাড়পাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ