শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগর আওয়ামী লীগের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার- সোনার দেশ
নগর আওয়ামী লীগের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
নগর আ’লীগের উদ্যোগে ১০ কেজি করে চাল, ২কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল মোট ৪০০ জন রিকশাচালক ও সাধারণ পথচারী মাঝে বিতরণ করা হয়।