নগর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১০:২০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিতহ হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী। পরিচালনা করেন, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভীন, যুগ্মসম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাইমুল হুদা রানা, আইন সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, স্বাস্থ্য সম্পাদক ডা. আফম জাহিদ হোসেন, প্রচার সম্পাদক উপাধাক্ষ কামরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সদস্যবৃন্দ আরিফা বেগম, আহসানুল হক পিন্টু, অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, আব্দুস সালাম, হাবিবুর রহমান বাবু, এনামুল হক কলিন্স, মোসফিকুর রহমান হাসনাত, রবিউল আলম রবি, মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, যুব মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পদাক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মুখদম থানা সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।
সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ