সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ আহসানুল হক পিন্টু-কে সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে অসুস্থ আহসানুল হক পিন্টু-কে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এদিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ ইয়াকুব আলী ব্রেন স্টোক করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে অসুস্থ মুফতি মুহাম্মদ ইয়াকুব আলীকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অসুস্থ আহসানুল হক পিন্টু ও মুফতি মুহাম্মদ ইয়াকুব আলী’র শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন রাসিক মেয়র লিটন।