নগর জামায়াতের সাবেক আমীরসহ গ্রেফতার ৪০

আপডেট: অক্টোবর ১৭, ২০১৬, ১১:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
নগরীতে বিশেষ অভিযান চালিয়ে মহানগর জামায়াতের সাবেক আমীর আতাউর রহমানসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন অন্যান্য মামলার আসামি এবং একজন জামায়াত নেতা।
তিনি জানান, জামায়াত নেতা আতাউর রহমানকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ