নগর বস্তিবাসী ও পথবাসি মানুষের দারিদ্র বিমোচনে করণীয় শীর্ষক জনসংলাপ

আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


নগর বস্তিবাসী ও পথবাসি মানুষের দারিদ্র বিমোচনে করণীয় শীর্ষক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ২০২৪ উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক ও রাজশাহী নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজশাহী নগরীর লক্ষীপুরে মোড়ে অবস্থিত রিফ্রেসমেন্ট রেস্টুরেন্ট সেমিনার হল রুমে সংলাপে নগরের বস্তিপর্যায় এবং পথবাসীদের প্রতিনিধিগণসহ নাগরিক সমাজ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।

জনসংলাপে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর সবুজ সংহতির আহবায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী। জনসংলাপে ধারনা পত্র পাঠ করেন বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মহিদুল ইসলাম।

বক্তব্য দেন, রাজশাহী নগর দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়ন কমিটির আহাবায়ক খোরসেদ আলম, নামোভদ্রা বস্তিবাসী বাচ্চু মিয়া, জমালাপুর বস্তিবাসী নিলুফার ইয়াসমিন, জনসংলাপে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো রাজশাহী জেলা জরীপ অফিসার খুরসীদা খানম, রাজশাহী মহিলা টিটিসি চীফ ইন্সট্রাক্টর প্রসাদ কুমার সরকার, ইউসেপ রাজশাহী অঞ্চলের ম্যানেজার মো: শাহীন আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী তাদের প্রতিষ্ঠানের সেবা পরিসেবা এবং সেবা পেতে করণীয় দিকগুলো তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ