নগর যুবলীগের নেতা শিবলী’র ওপরে হামলায় নিন্দা

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীর সদস্য ও নগর যুবলীগের নেতা এড. মাজেদুল আলম শিবলী’র ওপর অতর্কিত হামলা করে লাঞ্ছিত করা হয়েছে। এমন ঘটনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সোমবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরীর রানীবাজারে আওয়ামী যুবলীগ পরিচয় প্রদানকারী কতিপয় অনুপ্রবেশকারীরা তাকে লাঞ্ছিত করে। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, রাজশাহী বারের আইনজীবীদের পক্ষে এ্যাড. মোজাফ্ফর হোসেন, এ্যাড. ইব্রাহিম হোসেন, এ্যাড. একরামুল হক, এ্যাড. মঞ্জুর জামান মুকুল, এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ