বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অবস্থান কর্মসূচি চলাকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৩ আগস্ট) বেলা ১২.৩০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।তিনি ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গিয়েছেন।
সিটি মেয়রের শোক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি জয়নাল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র। সংবাদ বিজ্ঞপ্তির।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগর আ’লীগের শোক : জয়নাল আবেদীনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার শোক : জয়নাল আবেদীনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা যুবলীগ : এক যুক্ত বিবৃতিতে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।