নগর শ্রমিক দলের পথচারীদের মাঝে স্যালাইন, বোতলজাত পানি ও প্যাকেট বিস্কুট বিতরণ

আপডেট: জুন ১৬, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবতা সেবার অংশ হিসাবে পথচারী, অটোরিক্সা,ভ্যান চালকদের মাঝে স্যালাইন, বোতল জাতপানি এবং একটি প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে নগরীর হড়গ্রাম নিউ মার্কেটের সামনে কাশিয়াডাঙ্গা থানা শাখা শ্রমিক দলের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হুদা, প্রধান বক্তা সদস্য সচিব আলহাজ্ব মো. মামুনুর রশিদ মামুন। জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল বারেক শেখ, সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মো. সুমন আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টো সহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ