নজরুল ইসলাম রাকাবের চেয়ারম্যান

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া ও চট্রগ্রামের জেলা প্রশাসক, কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি ১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরনবীপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭১ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। সরকারী সফরে তিনি বিভিন্ন সময়ে ২৮টি দেশ ভ্রমণ করেন। তিনি ৩ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী শওকাত আরা বেগম কুষ্টিয়ার গড়াই মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ