নজরুল হত্যামামলায় গ্রেফতারকৃত অনিক রিমান্ডে

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
নগরীর উপকন্ঠ হরিয়ান এলাকায় নজরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার অনিক হোসেনকে (১৮) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার আসামি অনিককে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিন ধার্য্য করে আসামিকে কারাগারে পাঠান। পরে বৃহস্পতিবার রিমান্ড শুনানি হলে আদালত আসামি অনিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই দিন বিকেলেই আসামিকে কারাগার থেকে নিয়ে আসা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই আসামি অনিক বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে নজরুল হত্যার কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
গত রোববার (৯ অক্টোবর) দুপুরে হরিয়ান এলাকায় নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয় রাজশাহী সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলামকে। হত্যাকান্ডের সময় নজরুলের স্ত্রী ও মেয়ে রাজশাহী শহরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ফাঁকা বাড়িতে নজরুলকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই নিহত নজরুলের ছেলে শাহিন ইসলাম বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেন।
হত্যাকান্ডের দিন পুলিশ নজরুলের গৃহকর্মী মিনু বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর আটক করা হয় মিনু বেগমের ছেলে অনিক হোসেনকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে মিনুকে ছেড়ে দেয়া হয়। আর নজরুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে অনিককে আদালতে তোলা হয়। অনিকের বাড়ি নগরীর রূপসিডাঙা এলাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ