নজিপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৭ পূর্বাহ্ণ

পত্নীতলা প্রতিনিধি


নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অনার্স একাদশকে হারিয়ে একাদশ শ্রেণি একাদশ বিজয় লাভ করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় নজিপুর সরকারি কলেজ মাঠে এ খেলায় প্রথমার্ধে খেলা ১-১ গোলে ড্র হয়।
দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় পরবর্তীতে টাই ব্রেকারে একাদশ শ্রেণি একাদশ অনার্স একাদশকে ১-০ গোলে পরাজিত করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হক, পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নজিপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আরমান আলী নাহিদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।