শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট নির্বাচনে অংশ নিবে। এজন্য ৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে ইতোমধ্যেই ‘যুক্তফ্রন্ট’ নামের নতুন জোট গঠন করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক নতুন জোটের ঘোষণা দিয়ে আসন্ন নির্বাচনে জোটগত অংশ নেয়ার কথা জানান।
নতুন এই জোটের মধ্যে রয়েছে- বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১২ দলীয় জোটের অধীনে এতোদিন কল্যাণ পার্টি সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে ছিল।
তথ্যসূত্র: বাংলানিউজ