নতুন তোশাখানা মামলায় বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির আরাই নিউজ জানিয়েছে, আদালতে ধারাবাহিকভাবে দশ শুনানিতে উপস্থিত না হওয়ার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবারের শুনানি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালতে বিচারক শাহরুখ আরজুমান্দের কাছে অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী তারিখ সোমবার ধার্য করা হয়েছে। আদালত অভিযুক্তের জামিনদারকেও নোটিশ পাঠিয়েছে।

ইমরান এবং বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে ১৪ কোটি রুপি মূল্যের উপহার বিক্রি করেছেন তারা। ওই উপহার রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এই মামলার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) অভিযোগ করেছে, বিদেশি এক নেতার দেওয়া দামী বুলগারি জুয়েলারি সেট (হার,কানের দুল ব্রেসলেট এবং আংটি) ইমরান ও বুশরা কম দামে নিজেরা রেখে দিয়েছেন,যা সরকারি কোষাগারের জন্য বড় ধরনের ক্ষতি।

গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইমরানকে একটি সাম্প্রতিক তোশাখানা মামলায় জামিন মঞ্জুর করেছে। তবে অন্যান্য মামলার কারণে সরকার তাকে মুক্তি দিতে রাজি হয়নি। ফলে তিনি এখনও কারাবন্দি রয়েছেন। গত বছর থেকে কারাগারে রয়েছেন তিনি।

ইমরান এবং বুশরা গত ১৩ জুলাই এই মামলায় গ্রেপ্তার হন। সেদিনই ইদ্দত মামলায় তাদের খালাস দেওয়া হয়েছিল। অক্টোবরে এই মামলায় আইএইচসি থেকে জামিনে মুক্তি পান বুশরা বিবি।

পিটিআই নেতাদের মতে, বুশরা বিবি বর্তমানে খাইবার পাখতুনখোয়ায় অবস্থান করছেন। পুলিশ তাদের বিক্ষোভ দমন করার পর দলীয় নেতারা ইসলামাবাদ থেকে সরে গেছেন।

বৃহস্পতিবার জানা গেছে, ইসলামাবাদে ইমরানের বিরুদ্ধে মোট ৭৬টি মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরানের বিরুদ্ধে আরও ১৪টি এফআইআর নিবন্ধিত হয়।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ