নতুন দায়িত্বে ড. লুৎফর রহমান

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১:১০ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


ড. লুৎফর রহমান -সোনার দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল রোববার সকালে পদত্যাগ করেছেন। পরে দুপুরে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান। বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এর আগে সকালে উপাচার্যকে দেয়া পদত্যাগপত্রে অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান উল্লেখ করেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির ভূমিকা ব্যাপক। আর প্রক্টরিয়াল বডির প্রধান প্রক্টর। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’
জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক বলেন, ‘লিখিত পদত্যাগপত্রে যা উল্লেখ করেছি; ওটা মূল কারণ। ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ করেছি। এর চেয়ে বেশি কিছু বলবো না।’
গত বছরের ২৯ মার্চ প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে দায়িত্ব দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।