সংবাদ বিজ্ঞপ্তি :
নববর্ষের প্রথম প্রহরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল বিশবিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ১ জানুয়ারি রাত ১২ টায় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য হল পরিদর্শনে আসেন।
নতুন বছর উপলক্ষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন এবং তাদেরকে মিষ্টিমুখ করান। বছরের প্রথম প্রহরে উপাচার্যকে পাশে পেয়ে হলগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হচ্ছো এ বিশ^বিদ্যালয়ের মূল চালিকাশক্তি, বিশ্ববিদ্যালয়ের প্রাণ।
তোমাদের হাত ধরেই বরিশাল বিশ^বিদ্যালয় সামনে এগিয়ে যাবে। তোমরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। উপাচার্য শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।