মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সংসদ নির্বাচনে সহজ বিজয়ে ২০২৪ সালের শুরুটা ছিল সিলেটের চার মন্ত্রীর জন্য সুখবর। কিন্তু পরের অধ্যায়টি তাদের জন্য বেশ অপ্রত্যাশিত, আবার মন্ত্রিত্ব সংকোচন হওয়ায় তা সিলেটবাসীর জন্যও হতাশার কারণ হয়েছে।
অবশ্য পররাষ্ট্র এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে, সিলেটের মানুষের আলোচনা ছিল নির্বাচনের আগে থেকেই। সেই আশঙ্কাই এবার সঠিক হতে চলেছে। আলোচনার আরেকটি বিষয় ছিল, এম এ মান্নান আরো বেশি মূল্যায়িত হতে পারেন এবং ইমরান আহমদও বহাল থাকবেন।
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আ;লীগ থেকে বেরিয়ে আসা নতুন মুখ মৌলভীবাজার-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-৪ আসনে ড. মোহাম্মদ সাদিক এবং সিলেট-৫ আসনে স্বতন্ত্র থেকে বিজয়ী মাওলানা হুছাম উদ্দিন চৌধুরীর নাম মন্ত্রিত্বের আলোচনায় যোগ হয়।
কিন্তু সংসদ নির্বাচনের পর সরকারের নতুন যে মন্ত্রিসভা হতে যাচ্ছে, সেখানে ঠাঁই হয়নি সিলেটের চার মন্ত্রীর। ফলে এ অঞ্চলের মানুষের ভাবনায় ছেদ পড়লো এবার।
তথ্যসূত্র: বাংলানিউজ