নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন আজ রোববার (১৪ জানুয়ারি))। নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল মন্ত্রণালয়-বিভাগগুলো। ফলে ভোর থেকেই সরগরম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

তীব্র শীত উপেক্ষা করে মন্ত্রণালয়গুলোর সামনে শীর্ষ কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে পুষ্পস্তবক নিয়ে অপেক্ষা করতে থাকেন। সকাল ৯ টার কিছু পর থেকে একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে আসতে থাকেন।
সকাল ১০টা বাজার আগেই সচিবালয় গাড়িতে পূর্ণ হয়ে যায়। নতুন মন্ত্রিদের আগমন উপলক্ষে ভোর থেকেই সচিবালয়ের ভেতরে তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গাড়িগুলোকে সচিবালয়ের ভেতরে চলাচলের রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না।
সকাল ৯টার পরপরই সচিবালয়ে আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সকাল ১০:৩০ টার দিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সচিবালয় প্রবেশ করেন।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন ।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ