নদীতে খাঁচায় মাছ চাষের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১১:৩৩ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি



মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সকল নদীতে খাঁচায় মাছচাষ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব। গতকাল শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে কার্প ও সিবিজি (খাঁচায় মাছচাষ) পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে মৎস্য চাষে সমৃদ্ধ করতে একটি জলাশয়ও ফেলে রাখা যাবে না। বর্তমান সরকার চাঁদপুরের ডাকাতিয়া নদীতে প্রথম সিবিজি (খাঁচায় মাছচাষ) সফল হয়। এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে খাঁচায় মাছচাষও আজ দেখলাম সফল হয়েছে। এভাবে মাছচাষ করে বেকার যুবকরা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবেন।
ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার পিরিজপুরে কার্প মিশ্রচাষ পদ্মা নদীতে সিবিজি (খাঁচায় মাছচাষ) পরিদর্শন শেষে মৎস্য চাষিদের উদ্যেশে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক ড. জোয়ার্দার মোহাম্মদ আনোয়ারুল হক, বিভাগিয় উপপরিচালক আবদুল ওয়াদুদ, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র, উপ-প্রকল্প পরিচালক রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শামশুল করিম, সহকারী মৎস্য কর্মকর্তা মাইনূর হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও  পদ্মা ফিস কেয়ারের সভাপতি শফিউল ইসলাম মুক্তা।