নদী ভাঙনে হুমকির মুখে পিরোজপুর বিদ্যালয় ভবন

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট:


চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের পিরোজপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদীভাঙ্গনের হুমকির মধ্যে পড়েছে। বর্তমানে বিদ্যালয় ভবনটি পদ্মানদী তীর সংলগ্ন থেকে কয়েকশো গজের মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ দ্রুত নদীতে নিরাপত্তারক্ষা বাধ নির্মাণ না করলে যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে মূল বিদ্যালয়ের ভবনগুলো।

সরেজমিনে পিরোজপুর গ্রামে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, পিরোজপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৭ সালে। বিদ্যালয়ের মুল একতলা বিশিষ্ট মোট দুইটি ভবন রয়েছে। বিদ্যালয়ে মোট প্রায় ১৬০ জন ছাত্র-ছাত্রী ও ৭ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম-দক্ষিন দিকে বয়ে গেছে প্রমত্তা পদ্মা নদী। কয়েক যুগ ধরে পদ্মার ভাঙনে বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠসহ বিলীন হয়েছে আশে পাশে থাকা ফসলি জমি। এভাবে একটু একটু করে প্রতিবছর বিদ্যালয় সংলগ্ন নদীর তীর ভেঙে যাওয়ার ফলে হুমকির মধ্যে পড়েছে বিদ্যালয় ভবনগুলো।

পিরোজপুর গ্রামের বাসিন্দা মাহবুর রহমান বলেন বিদ্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে নদী ছিল। গত কয়েক বছরে নদী ভাঙনের বিদ্যালয় থেকে নদীটির দূরত্ব কমে আসে প্রায় কয়েকশো গজ। দ্রুত প্রতিরক্ষা বাঁধ না দিলে বিদ্যালয়ের ভবন গুলো আর রক্ষা করা যাবে না। তাই বিদ্যালয়টি রক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান।

প্রধান শিক্ষক নুর উদ্দীন শেখ জানান বিদ্যালয়টি রক্ষার্থে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন আশ্বাস দিলেও এখনও কোন কাজ শুরু হয়নি। নদীর পানি সরে গেলে ভাঙ্গন আরও তীব্র হতে পারে তাই তারা চিন্তিত আছে বলে জানান তিনি। এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে জিও ব্যাগসহ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন বলে মুঠোফোনে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম বলেন তিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে কথা বলবেন যাতে করে বিদ্যালয় ভবনটিকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ