নবজাতকের মৃত্যুহার কমাতে মাঠকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নবজাতকের মৃত্যুহার কমাতে রাজশাহী পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯ টায় জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের প্রশিক্ষণ স্পেকট্রাম কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসি-আরএএইচ অপারেশন প্লানের উদ্যোগে Comprehensive Newborn Care Package (CNCP) শীর্ষক ৪ (চার) দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। তিনি বলেন, নবজাতকের মৃত্যুহার কমাতে রাজশাহীর উত্তরোত্তর সফলতা রয়েছে। আর এই সফলতা ধরে রাখতে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। এরই অংশ হিসেবে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর বর্তমান প্রতিকূল আবহওয়ায় নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মীরা কিভাবে কাজ করবেন সেই যুগোপযোগী কৌশলগুলো রপ্ত করতে এ ধরণের প্রশিক্ষণ খুবই কার্যকরী।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সোন ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দপ্তরের সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান, সহকারী পরিচালক (সিসি) ডা. মো. মাহবুবুল আলম, মেডিকেল অফিসার (সিসি) ডা. মো. আব্দুল বাতেন। প্রশিক্ষণে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নিচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ