নবনির্বাচিত স্বতন্ত্র এমপিরা শপথ নিলেন

আপডেট: জানুয়ারি ১০, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১:১৫ টায় টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে এমপিদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নতুন এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০:১৫ টায় আ’লীগের নতুন এমপিরা শপথ নেন।

সংসদ ভবনে সংবাদমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, স্মার্ট বাংলাদেশ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত গড়া এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।
তথ্যসূত্র: জাগোনিউজ