শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেল-পমেন্ট ইনস্টিটিউটে ৪টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩:৩০ টার দিকে নগর ভবনের এনেক্স ভবনের দশম তলায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র । সংবাদ বিজ্ঞপ্তি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাঃ হবিবুর রহমান, সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান ,১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সচিব মোঃ মোবারক হোসেন, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্স চারটি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাস মেয়াদী প্রতিটি কোর্সে আসন রয়েছে ৩০টি। অফলাইন ও অনলাইনে ফরমপূরণ ও জমাদানের তারিখ ০১/১২/২০২৩ খ্রিঃ হতে ১২/১২/২০২৩ খ্রিঃ পর্যন্ত। আগামী ২৩/১২/২০২৩ তারিখ হতে ক্লাস শুরু হতে যাচ্ছে।
মুলত রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন। বিধায়, প্রতিটি কোর্সে নাম-মাত্র কোর্স ফ্রি ২০০০/- (দুই হাজার) টাকা। কোর্স শেষে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (ইঞঊই)/জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (ঘঝউঅ) খবাবষ এর সনদ প্রদানসহ প্রশিক্ষণ গ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে। কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্স অন্তর্ভুক্ত থাকবে।